রাউজান পৌর এলাকার শিক্ষার্থীরা বাড়ি থেকে স্কুলে আসার সময় এখন ব্যাগ ভর্তি করে অপচনশীল আবর্জনা এনে স্ব স্ব স্কুলে জমা দিচ্ছে। এসব আবর্জনা পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবস্তা এক’শ টাকা দিয়ে কিনে পৌরসভার আবর্জনাগারে জমা করছে।
গত বৃহস্পতিবার মেয়র জমির উদ্দিন পারভেজ ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের শিক্ষার্থীদের কাছ থেকে তিন’শ বস্তা আবর্জনা গ্রহণ অনুষ্ঠানে বলেছেন, রাউজানের পরিবেশ দূষণমুক্ত রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আবর্জনা সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবুল, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, সাবের হোসেন, সবুজ দে ভানু, বেলাল হোসেন সিফাত প্রমুখ।