হংকংয়ের বৈশিষ্ট্য হিসেবে খ্যাতি পাওয়া ভাসমান রেস্তোরাঁ জাম্বো ডুবে গেছে। সমুদ্র বন্দরের রেস্তোরাঁটি প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসছিল। প্রকাশ করা হয়নি এমন একটি গন্তব্যে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে গেছে বলে এর মালিকানা প্রতিষ্ঠান অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজেস জানিয়েছে।
অ্যাবারডিন জানায়, তারা ঘটনায় খুবই মর্মাহত হয়েছে, তবে এতে কোনো ক্রু সদস্য আহত হয়নি। কোভিড-১৯ মহামারীর প্রকোপ চলার সময় মার্চ, ২০২০ রেস্তোরাঁটি বন্ধ হয়ে যায়। ১৯৭৬ সালে ভাসমান রেস্তোরাঁটি চালু হওয়ার পর থেকে ৩০ লাখেরও বেশি অতিথি এর ক্যান্টোনিজ খাবারের স্বাদ গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়। খবর বিডিনিউজের। এদের মধ্যে ব্রিটেনে রানি এলিজাবেথ, মার্কিন অভিনেতা টম ক্রুজ ও ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসনও ছিলেন। একটি বন্ড সিনেমাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে রেস্তোরাঁটি প্রদর্শিত হয়েছিল। কিন্তু মহামারীর সময় ব্যবসাটি মারাত্মক একটি ধাক্কা খায়। মালিকরা জানিয়েছেন, সমুদ্র যাত্রার আগে ভাসমান রেস্তোরাঁটি পরীক্ষা করে দেখার জন্য মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়েছিল আর তারা সমস্ত প্রাসঙ্গিক অনুমোদন দিয়েছিলেন।
নতুন পরিচালনাকারীর কাছে হস্তান্তরের আগ পর্যন্ত এটিকে প্রকাশ করা হয়নি এমন একটি স্থানে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রোববার দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে এটি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয় এবং ডুবে যেতে শুরু করে, জানিয়েছে অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজেস। ঘটনাস্থলে পানির গভীরতা এক হাজার মিটারেরও বেশি, এতে উদ্ধারকাজ চালানোর বিষয়টি অত্যন্ত কঠিন হয়ে গেছে, বলেছে তারা। মহামারী ব্যবসায় শেষ আঘাত হানলেও কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভূগছিল রেস্তোরাঁটি। পরিচালনাকারী প্রতিষ্ঠান মেলকো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গত মাসে জানিয়েছিল, ব্যবসাটি ২০১৩ সাল থেকেই লাভজনক ছিল না এবং বড় ধরনের লোকসান গুণতে হচ্ছিল।