সিএসইতে লেনদেন ২৪.১৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২০ জুন, ২০২২ at ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন হয়েছে ২৪.১৮ কোটি টাকা। ৯,১৯৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৬.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৮৬৮.২৬ পয়েনে সিএসই-৫০ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮৫.২৫ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেস্ক ৪.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৯২.৩৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৮৮.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৩৯.১৭ পয়েন্ট দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৯,৮১২.২৪ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ১০১,৯৩৫.৭০ কোটি টাকায়।

সিএসইতে ৩৮০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৩ টির, কমেছে ১৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।

পূর্ববর্তী নিবন্ধবালক ও বালিকা বিভাগে বাঁশখালী এবং ডবলমুরিং জয়ী
পরবর্তী নিবন্ধফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াইয়ের মুখে ম্যাক্রোঁ