জমকালো আয়োজনের মধ্য দিয়ে জামালখানস্থ সিনিয়রস ক্লাবে গতকাল লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এতে একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাপ্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ শামছুদ্দিন আহমেদ সিদ্দিকী, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী। প্রাক্তন জেলা গভর্নরদের মাঝে উপস্থিত ছিলেন লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনচারী, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন নাছির উদ্দিন চৌধুরী এবং লায়ন কামরুন মালেক।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন অঞ্জন শেখর দাশের সভাপতিত্বে ও প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাশ এবং ক্লাব সেক্রেটারি লায়ন মশিউর রহমান চৌধুরী মাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সেবার জগতে লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী সমৃদ্ধ এই ক্লাব প্রতিনিয়ত মানবতার কল্যাণে তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে জেলা গভর্নর ও ক্লাব প্রেসিডেন্টের নেতৃত্বে কেক কেটে জমকালো ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন কলকাতা থেকে আগত জি বাংলার শিল্পীবৃন্দ।