সিজেকেএস ভিশন শিপিং প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের দ্বিতীয় দিনের ৫টি খেলা বডিলি শিফ্ট হয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাব ৮-০ গোলে উল্লাস ক্লাবকে পরাজিত করে।
দ্বিতীয় খেলায় সিটি ক্লাব ৭-১ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। তৃতীয় এবং চতুর্থ খেলা দুটি ড্র হয়। বক্সিরহাট ইয়ংম্যানস্ ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ানের খেলাটি ৩-৩ গোলে,চট্টগ্রাম আবাহনী লি. জুনিয়র এবং সেবানিকেতনের খেলাটিও ৩-৩ গোলে ড্র হয়। দিনের পঞ্চম খেলায় ক্রিসেন্ট ক্লাব ৭-০ গোলে মুক্ত বিহঙ্গকে পরাজিত করে।












