অভিমান

হেলাল চৌধুরী | শনিবার , ১৮ জুন, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

দেখে এ শহরের অলিগলি, চেনা রাজপথ
মনে পড়ে যায় যদি প্রেমের শপথ…
স্মৃতির পাখিরা যদি খড়কুটো আনে,
জেনো আর ফিরবো না পুরনো উঠোনে।

অবেলার বেলা শেষ যেতে হবে তাই,
স্মৃতির আধুলি যতো নিয়েছি লুকাই।
কিছু কিছু পিছুটান পা জড়িয়ে রয়
যেতে মন নাহি চায়, তবু যেতে হয়।

তোমার কায়ার মায়া কেটে গেছে কবে।
অনাহুত ভালোবাসা আজ ছেড়ে যেতে হবে।
প্রেমের স্মৃতি যেন বেহুলার ঘর
অবিশ্বাসের নীল ছোবল, আমি আজ পর।

সকালের রোদ হয়ে ফিরে আসো যদি
অনুতাপের আঁখি জলে ভাসে যদি নদী।
আমায় খুঁজে নিও তুমি গোধূলি বেলায়…
ডুবে যাওয়া সূর্য যেথায় আলোক ছড়ায়।

পূর্ববর্তী নিবন্ধপে-পার-ইউজের নামে ডাটা শেষ হলে ব্যালেন্স থেকে টাকা কাটা বন্ধ করুন
পরবর্তী নিবন্ধবর্ষা নিয়ে যত কথা