হাটহাজারী পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন কল্পে বিশেষ বাজেট সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।  পৌরসভা কার্যালয়ে উন্মুক্ত সভায় সভাপতিত্ব করেন  পৌর প্রশাসক  মো. শাহিদুল আলম।
সভায় ২০২২-২৩ অর্থ বছরে  মোট ৩০ কোটি ১৫ লক্ষ ৯৪ হাজার ৬শত ৫০ টাকার বাজেট  ঘোষণা করা হয়। এ বাজেট সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো উন্নয়নে। পৌর নির্বাহী  সচিব বিপ্লব চন্দ্র মুহুরীর সঞ্চালনায় সভায় বাজেট  পেশ করেন  পৌর নির্বাহী প্রকৌশলী  বেলাল আহম্মেদ খাঁন ও হিসাব নিরক্ষক মোহাম্মদ শাহজাহান। সভায় পৌরসভার সহায়ক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
        











