আত্মহত্যায় প্ররোচনা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

স্ত্রী ফাতেমা আক্তার কলিকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এমন অভিযোগে দায়ের করা একটি মামলায় মিজানুর রহমান প্রকাশ জাবেদ নামের এক পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অভিযুক্ত রেঞ্জ রিজার্ভ পুলিশ চট্টগ্রামের একজন সদস্য। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর এলাকায়। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে হালিশহর থানা পুলিশ জাবেদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. ওয়াহিদ উল্লাহ সরকার আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডবিধির ৩০৬ ও ৩৬ ধারার একটি আত্মহত্যার প্ররোচনা মামলায় গত মঙ্গলবার জাবেদকে নোয়াখালী জেলা পুলিশ গ্রেপ্তার করে হালিশহর থানায় সোপর্দ করে। আজকে (গতকাল) হালিশহর থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড চেয়ে কোনো আবেদন করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, রিমান্ড চেয়ে কোনো আবেদন করা হয়নি।
আদালত সূত্র জানায়, গত ২৫ মার্চ হালিশহর থানার শান্তিবাগ এলাকার বাসায় ফাতেমা আক্তার কলির মৃত্যু হয়। এটি স্বাভাবিক মৃত্যু ছিল না উল্লেখ করে তার বাবা আহসান উল্লাহ জাবেদসহ ৫ জনের বিরুদ্ধে তখন মামলাটি করেছিলেন। মামলার এজহারে তিনি উল্লেখ করেন, কলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। এ কাজে তাকে প্ররোচনা দেন জাবেদসহ তার পরিবারের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকায় কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি