সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর বৃহৎ পাইকারী চালের বাজার চাকতাই এলাকায় যানজট নিরসন ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের যে উর্দ্ধগতি তা নিয়ন্ত্রণে সরকার আন্তরিক। ইতিমধ্যে প্রশাসন মজুদ ও মূল্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার করেছে। তিনি বলেন, জনগণের উপর নির্যাতনকারী কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সাথে এক মতবিনিময় সভায় মেয়র উপরোক্ত কথা বলেন। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ব্যসায়ী সমিতির নামে ২০০০ হাজার ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা গ্রহণ করা হলেও কোন প্রকার রশীদ দেয়া হয়না। এছাড়াও গার্ড কমিটির প্রধান ইউনুছ কেরানী প্রতিনিয়ত গার্ড ও তার পোষ্য সন্ত্রাসীদের পরিবহণ থেকে চাঁদা আদায় করে এবং এর প্রতিবাদ করলে শ্রমিক নেতাদের উপর হামলা-মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।