রাউজানে ইভটিজারকে এক বছরের কারাদণ্ড

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামে ইভটিজিং এর অপরাধে হানিফ চৌধুরী (৪০) নামের এক ব্যক্তিকে ধরে স্থানীয় জনপ্রতিধিরা থানায় সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে থানায় দেয়া হলেও ইভটিজারকে রাতে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে এনেছেন উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট। এরপর এলাকাবাসীর জবানবন্দি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) অতিশদর্শী চাকমা ভ্রাম্যমাণ আদালত আইনে ইভটিজারকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া বলেন, আটক ইভটিজার হানিফের ভয়ে এলাকার পড়ুয়া মেয়েরা ওই রাস্তায় যাওয়া আসায় ভয় পেত। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রথমবারের মত গর্ভাবস্থায় শিশুর জিনগত ত্রুটি নির্ণয় চালু
পরবর্তী নিবন্ধভবঘুরে সেজে দিনরাত বাসা-বাড়িতে চুরি