এবার তুরস্কের শিল্পীর কণ্ঠে ইমরানের গান

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

 

চ্যানেল আই সেরা কণ্ঠ’ খ্যাত শিল্পী ইমরানের বহুল আলোচিত ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি দেশের পাশাপাশি ভিনদেশীদের কাছেও জনপ্রিয়। সে কারণে ব্রাজিল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া থেকে এর আগে গানটি কাভার করেছিলেন অনেকে। নতুন করে তুরস্কের মুরাত যলিদিরিম নামের এক শিল্পী ইমরানের এই গানটি বাংলায় গাইলেন! ১ মিনিট ১০ সেকেন্ডের সেই গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার ও গায়ক ইমরান। পরে চ্যানেল আই অনলাইনকে ইমরান জানান, এর আগেও উনি আমার একটি গান করেছিলেন। একজন আমাকে ট্যাগ করেছিলেন। পরে আমি শেয়ার দিলে সেই গানের ভিউ মিলিয়ন ক্রস করে। পরে হয়তো উনি অনুপ্রাণিত হয়ে নতুন করে ‘বলতে বলতে’ গেয়ে নিজের ফেসবুক ও ইউটিউবে আপলোড করেছেন। আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছেন। ভীষণ ভালো লেগেছে দেখে। তবে ‘বলতে বলতে চলতে চলতে’ এই প্রথম কোনো ভিনদেশী গাইলেন এমনটা নয়। ইমরান বলেন, এর আগে ব্রাজিল, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকেও অনেকে গেয়েছেন।

তবে তুরস্কের যিনি গেয়েছেন তারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ইমরান মনে করেন, বাংলা গান এভাবেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটা দেশের সংগীতের জন্য খুবই ইতিবাচক দিক। বলতে বলতে চলতে চলতে গানটি প্রায় ৭ বছর আগে ইমরান ইউটিউবে প্রকাশ করেন। প্রায় ৭৩ মিলিয়ন দর্শক গানটি উপভোগ করেন। গানের কথা লিখেছিলেন শফিক তুহিন, সুরসংগীত ছিল ইমরানের। তার সঙ্গে গানের মডেল তানজিন তিশা।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে : মেয়র
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের শুভ সারেগামাপার মূল পর্বে