বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ৩ লক্ষ ৮৫ হাজার টাকা

জরিমাণ আদায় | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে রাজস্ব সার্কেল৭ এর আওতাধীন কর্ণফুলী মার্কেট ও পাঠানটুলী চৌমুহনী এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৯ হাজার ১ শত ৭৫ টাকা, আয়কর বাবদ ৬৯ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭ হাজার ৮ শত ৭৫ টাকা আদায় করা হয়। সে সময় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

অন্য এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে রাজস্ব সার্কেল১ এর আওতাধীন নাসিরাবাদ ও মুরাদপুর মহল্লায় পরিচালিত অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ লক্ষ ৯ হাজার ৬ শত টাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪৯ হাজার ৭ শত টাকা, আয়কর বাবদ ৩৩ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৫ হাজার ৪ শত ৭৫ টাকা আদায় করা হয়। আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মোকদ্দমায় ৭ ব্যক্তিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। বকেয়া হোল্ডিং ট্যাঙ ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের এই অভিযান চলমান থাকবে। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাকর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিং থানা আওয়ামী লীগ সমন্বয় কমিটির মতবিনিময়
পরবর্তী নিবন্ধপরিস্থিতি থমথমে, নয় জনের বিরুদ্ধে মামলা, আটক ৩