দেওয়ান বাজার ও বক্সির হাট ওয়ার্ডে জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ কর্মশালা

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৯:০৮ পূর্বাহ্ণ

২০নং দেওয়ান বাজার ওয়ার্ড ও বক্সির হাট ওয়ার্ড যৌথ উদ্যোগে ঘাটফরহাদবেগ সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ইং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুই ব্যাচে ৯ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। আরো উপস্থিত ছিলেন মো: আরফাদুল আজম, জোনাল অফিসার প্রশিক্ষণ ব্যুরো, মো: আদনান আলম, আইটি সুপারভাইজার প্রশিক্ষণ ব্যুরো, মুন মুন সেন গুপ্তা, মো: ইলিয়াস প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশে প্রথম ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হচ্ছে। এই ডিজিটালাইজেশন গণনা থেকে এলাকার কোনো মানুষ যেন বাদ না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাবস মাল্টিপল ডিস্ট্রিক্ট এস কে কামরুল কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত
পরবর্তী নিবন্ধটায়গারপাস রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি