হাটহাজারীতে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জেলা তথ্য অফিসের গুজব ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভা গত ৯ জুন (বুধবার) হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস চট্টগ্রামের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে এক আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষের সহাবস্থান ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েই এই এলাকায় আমরা বাস করি। কিছু কুচক্রি মহল দেশবিরোধী লোক নিজেদের এবং দলীয় স্বার্থ হাসিলের জন্য গুজবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে থাকে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোএসব গুজব সম্পর্কে আমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে এবং সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অরবিন্দ প্রসাদ মহাজন, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, থানার ওসি গোয়েন্দা মোহাম্মদ আমির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোকতার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক মো. সাঈদ হাসান। অনুষ্ঠানের পূর্বে বিষয়ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ও গান পরিবেশন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তি আলোর পথ দেখায়
পরবর্তী নিবন্ধফররুখ স্মৃতি পুরস্কার পেলেন মুস্তাফা জামান আব্বাসী ও অধ্যাপক আবু জাফর