আবৃত্তি আলোর পথ দেখায়

ক্বণনের ৩ যুগ পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠান

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন যুগ পূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। ‘জীবনে, নাটকে ও কবিতায় সংযোগ’ শীর্ষক কথামালায় প্রধান অতিথি ছিলেন কিংবদন্তী অভিনেতা ও বাচিকশিল্পী দেবশঙ্কর হালদার। ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার এবং শুভেচ্ছা বক্তব্য দেন, আমন্ত্রিত আবৃত্তি শিল্পী কোলকাতার সৌমিত্র ঘোষ। স্বাগত বক্তব্য দেন, ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী ইমরানুল হক ও শরীফ মাহমুদ। কথামালা, নাটকের সংলাপ আবার কখনো স্বনামধন্য কবিদের বেশ কয়েকটি কবিতার হৃদয় গ্রাহী আবত্তি করে দর্শকশ্রেতাদের আবিষ্ট করে রাখেন দেবশঙ্কর হালদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, আবৃত্তি একটি শিল্প। কবি যে অনুভব থেকে শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা রচনা করেন, তা শ্রুতি মাধুর্যে, বাচিক শৈলিতে শ্রোতার কাছে পৌঁছে দেন আবৃত্তিশিল্পী। অতিথিগণ ক্বণনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের আবৃত্তিকেন্দ্রিক কর্মযজ্ঞ যতো বেশি হবে, ততই অসুন্দর, সামপ্রদায়িকতা, জঙ্গিবাদ দূর হয়ে যাবে। বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজনে কোলকাতা থেকে শিল্পীরা এদেশে আসছেন, একইভাবে এদেশের শিল্পীরাও সেখানে যাচ্ছেন। সাংস্কৃতিক আদান প্রদানের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরো বেশি সুদৃঢ় হবে। শুধু আবৃত্তি কেন্দ্রিক একটি সংগঠন মনের তাগিদে এত বছর ধরে শুদ্ধ সংস্কৃতি চর্চা করে চলেছে। আশা করছি আগামীতেও তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং উত্তরোত্তর সমৃদ্ধ হবে। আলোচনাপর্ব শেষে ক্বণন সদস্যদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করে সৌভিক চৌধুরী, ইমরানুল হক, শুভ্রা চক্রবর্তী ও সুস্মিতা চৌধুরী।

আমন্ত্রিত অতিথি ও আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন কোলকাতার আবৃত্তি শিল্পী সৌমিত্র ঘোষ। তিনি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, পিনাকী ঠাকুর, শ্রীজাত প্রমুখ কবির ১০টি কবিতা আবৃত্তি করেন। আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার আবৃত্তি করেন নির্মলেন্দু গুণ, ইয়াসিনুর রহমান ও ময়ুখ চৌধুরীর কবিতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নারীসহ তিন ইয়াবা পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা