জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেছেন, অতীতের সব সংকট অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচকে এখন ঊর্ধ্বগতি বিরাজ করছে। ২০২১ সালে ৩০০ কোটি টাকার বেশি নীট মুনাফা অর্জন করেছে জনতা ব্যাংক। যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা আমার প্রতি আস্থা রেখেছেন। সেই বিশ্বাস নিয়ে চ্যালেঞ্জিং সময় পার করেছি। স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করেছি। বৈরি পরিস্থিতিতেও প্রতিটি সূচকে উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছি। এই কৃতিত্বের অংশীদার আমার প্রতিটি কর্মীরা।
গতকাল শুক্রবার সকালে জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লি. চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ডিএমডি শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান ও মো. নুরুল আলম, সিএফও এবং জিএম মো. মফিজুল ইসলাম। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সকল শাখা ব্যবস্থাপক, উপ–মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক বৃন্দ।
সম্মেলনে শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে এমডি এন্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, নতুন–নতুন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণীকৃত ঋণ হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়সহ ফরেন রেমিট্যান্স বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তৃতায় জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম বলেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতিতেও জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতায় চলতি বৎসরেও সকল লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট চট্টগ্রামে জনতা ব্যাংকের প্রতিটি কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।