চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। এম এ আজিজ স্টেডিয়ামে সকালে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং পাথরঘাটা দুর্বার। দুপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওপিএ এবং শহীদ শাহজাহান সংঘ।
এরই মধ্যে ওপিএ টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে । আরেক ফাইনালিস্টের জন্য লড়ছে ব্রাদার্স ইউনিয়ন। আগামীকাল শনিবার আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
যেখানে সকালের ম্যাচে মুখোমুখি হবে আগ্রাবাদ নওজোয়ান এবং ব্রাদার্স ইউনিয়ন। দুপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফ্রেন্ডস ক্লাব এবং পাথরঘাটা দুর্বার। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের লিগ পর্বের খেলা শেষ হবে।