চট্টগ্রামে সাড়ে ১৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

১৫ জুন থেকে ১৯ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে এবারের ক্যাম্পেইনে ১৩ লাখ ৫৬ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্যবিভাগ। আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। ১৫ জুন থেকে চলবে ১৯ জুন পর্যন্ত। এ সময়ে চট্টগ্রামের ১৫ উপজেলার ৪ হাজার ৮৩০টি কেন্দ্রে এবং মহানগরের ৪১টি ওয়ার্ডের ১২৮৮টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে নগরের ৬-১১ মাস বয়সী ৮১ হাজার জন এবং উপজেলায় ৯১ হাজার ৮৬২ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ ইউনিট) খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সীদের মধ্যে নগরে ৪ লাখ ৫৫ হাজার এবং উপজেলায় ৭ লাখ ২৮ হাজার ৫১৩ জনকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ ইউনিট) খাওয়ানো হবে।

সিভিল সার্জন কার্যালয় : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি, এমওডিসি ডা. মো. নুরুল হায়দার চৌধুরী ও ডিএসএমও (যক্ষা) ডা. প্রমিতি কর্মকার। প্রেস বিজ্ঞপ্তি।

চসিক স্বাস্থ্য বিভাগ : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চসিক স্বাস্থ্য বিভাগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-চসিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আবদুল সালাম মাসুম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. ইমাম হোসেন রানা, ডা. হাসান মুরাদ প্রমুখ। বক্তব্য রাখেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ার দীঘি খানকায় আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) সালানা ওরশের আখেরী মোনাজাত কাল
পরবর্তী নিবন্ধবুদ্ধদেবের আকাশে হঠাৎ আলোর ঝলকানি