সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় বুলবুল ইসলাম (৩৪) নামে এক কাটার হেলপারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক হেলপার হারুনর রশীদ। গতকাল বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলবুল নওগাঁ জেলার মান্দা থানার নলতৈড় গ্রামের মমতাজের পুত্র। জানা যায়, দুপুরে পুরাতন স্ক্র্যাপ জাহাজের কাটিং করার সময় অসাবধানতাবশত তাদের গায়ে পড়ে। এ সময় সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।