সীতাকুণ্ডে জাম গাছ থেকে পড়ে রওশনুজ্জামান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে মধ্যম সোনাইছড়ির পূর্বপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী শানু বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
জানা যায়, প্রতিদিনের মত সকাল বেলা কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রওশনুজ্জামান। কিন্তু কাজে যাওয়ার আগে জাম পাড়তে বাড়ির আঙ্গিনার জাম গাছে উঠেন তিনি। অসাবধানতাবশত একটি শুকনা ডালে পা রাখলে ডালটি ভেঙ্গে পড়ে নিচে থাকা সেপটি ট্যাংেকর সাথে আঘাতে মাথায় গুরুতর জখম হন তিনি।
এ সময় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার (এসআই) টিবলু মজুমদার বলেন, জাম গাছ থেকে পড়ে রওশনুজ্জামান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।