বান্দরবানে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার(৭ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা বাকবিতণ্ডার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়। আহতদের মধ্যে দু’জনের নাম জুনায়েদ হাসান ও হ্লামং মারমা। অন্যদের নাম জানা যায়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে।
তারা হলো বান্দরবান পৌর শাখা ছাত্রলীগের ৬নং ওয়ার্ড সভাপতি দীপন কান্তি নাথ, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুর বাবু এবং জেলা ছাত্রলীগ সদস্য আরাফাত বাবু।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনী সুশীল বলেন, “ছাত্রলীগের দুই গ্রুপ নয় জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান হয়ে গেছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি তদন্ত মির্জা জহিরুল ইসলাম জানান, সিনিয়র-জুনিয়র দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে ছেড়ে দেয়া হয়েছে। কোনোপক্ষেই কোনো অভিযোগ করেনি।