নার্সকে মারধরের প্রতিবাদে চমেকের প্রধান ফটকে অবস্থান

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) পঞ্চম বর্ষের একজন ছাত্র হাসপাতালের ওয়ার্ডের একজন নার্সকে মারধর ও হামলা করার জেরে অবস্থান কর্মসূচি পালন করছে হাসপাতালের নার্সরা।

আজ মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে মূল ফটকে তারা অবস্থান নেন।

এতে যোগ দিয়েছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরাও।

হামলায় আহত মো. ফারুক হোসেন জানান, বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একজন রোগীকে ভর্তি করাতে আসেন ওই ছাত্র। এসময় তথ্য জানার চেষ্টা করলে একজন মহিলা নার্সকে মারধর করা হয়। কিছুক্ষণ পর ৫০ জনের মতো এক গ্রুপ এসে ওয়ার্ডে পুনরায় হামলা চালায়। এসময় আমাকেসহ বেশ কয়েকজনকে মারধর করে তারা।

নার্সিং অফিসার রাফাত জামান বলেন, “আমাদের দাবি মারধরের বিচার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

চমেক হাসপাতালের উপ–পরিচালক ডা. অং সুই প্রু মারমা বলেন, “বিষয়টি সমাধানে আমরা সকলের সঙ্গে আলোচনায় বসেছি। এই মুহুর্তে কিছু বলতে পারছি না। পরে বিস্তারিত জানাতে পারব।”

পূর্ববর্তী নিবন্ধআম পাড়ায় শিশুকে গাছ থেকে ফেলে চোখ নষ্ট করার অভিযোগ রাঙ্গুনিয়ায়
পরবর্তী নিবন্ধবান্দরবানে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ৪, আটক ৩