জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। স্থানীয় সময় রোববার তিনি এমনটি জানান। সানাউল্লাহ বলেন, আইন অনুযায়ী ইমরানকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সারা দেশে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহিতা, বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলার অভিযোগে ইমরানের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা হয়েছ। খবর বাংলানিউজের।
তিনি বলেন, যারা এখন ইমরানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে, তারাই জামিনের মেয়াদ শেষ হওয়া মাত্র তাকে গ্রেফতার করবেন। প্রসঙ্গত, হাইকোর্টের আদেশে বেশ কয়েকটি মামলায় ইমরান ২৫ জুন পর্যন্ত জামিনে রয়েছেন।
গত ২৫ মে আজাদি মার্চকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সময় এসব মামলা দায়ের করা হয়েছিল। এদিকে একটি টুইট বার্তায় ইমরান খানের ইসলামাবাদ ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৫ মে আজাদি মার্চ শেষে ইমরান খান পেশোয়ারেই অবস্থান করছেন।