উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২৬

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:৫৫ পূর্বাহ্ণ

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে খাদে পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্য প্রদেশের পান্না জেলা থেকে উত্তরকাশীর যমুনোত্রি মন্দিরে যাওয়ার পথে রোববার রিখাভুর কাছে বাসটি গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি। চালক ও হেলপার মিলিয়ে বাসটিতে মোট ৩০ আরোহী ছিলেন। খবর বিডিনিউজের।

এর মধ্যে ২৬ জনের মৃতদেহ মিলেছে, বাকি চারজনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন উত্তরকাশী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেবেন্দ্র পাটোয়াল। দুর্ঘটনার পর রোবরার রাতভর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে পুলিশ ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়েছে।

প্রথমে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ। পরে আরও একজনের মৃতদেহ পাওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধবেতন একই রেখে সপ্তাহে ৩ দিন ছুটির ট্রায়াল
পরবর্তী নিবন্ধজামিনের মেয়াদ শেষ হওয়া মাত্রই গ্রেফতার হবেন ইমরান!