সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে গতকাল সোমবার মুসাফিরখানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমদ। দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব মুসল্লিদের উদ্দেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সংকট মোকাবেলায় আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায়- এটাই সত্য। যারা এখনও অগ্নিদগ্ধ হয়ে যন্ত্রণায় কাতর তাদের জন্য মানবিক সহায়তায় আওয়ামী লীগ প্রস্তুত।
দেশ এখন এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জয়যাত্রা থামাবে এটা একটি ষড়যন্ত্র কি না এটা খতিয়ে দেখা উচিত। তবে ষড়যন্ত্রকে প্রতিহত করার শক্তি আওয়ামী লীগের আছে। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ, শেখ মো. ইসহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ সমশের, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, মো. হোসেন, মাহবুবুল হক মিয়া, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী ছিদ্দিক আলম, শাহাব উদ্দিন আহমেদ, আনছারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।