হালদায় আবারো ভেসে উঠল মৃত মা কাতলা মাছ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ১০:০৪ অপরাহ্ণ

কার্প মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র জোয়ার-ভাটার নদী হালদায় আবারো ভেসে উঠেছে ৭ কেজি ওজনের একটি মৃত মা কাতলা মাছ।

আজ শুক্রবার(৩ জুন) উরকিরচর ইউনিয়নের সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাটে নদীতে মৃত মাছটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে নদীর উরকিরচর সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় একটি মরা মাছ উদ্ধার করা হয়। মাছটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারকৃত মাছটির শরীরে পচন দেখা দেওয়ায় প্রশাসনের নির্দেশে মাছটি মাটিচাপা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার(১ জুন) নদীর উত্তর মাদার্শা আজিমের ঘাট এলাকা থেকে ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধযানজটে পড়ে তথ্যমন্ত্রী সমাবেশে এলেন মোটরসাইকেলে
পরবর্তী নিবন্ধবাঁশখালীর সরলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০