বাঁশখালীর সরলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ১২:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজীরিতলা এলাকায় এক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ ঘটনা নিয়ে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য পাওয়া গেলেও বাঁশখালী থানা পুলিশ হামলার ঘটনা কিংবা আহত হওয়ার ব্যাপারে কোনো অভিযোগ পায়নি বলে জানায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার শুক্রবার বিকালে মিনজীরিতলা হাকিমিয়া মাদ্রাসা এলাকায় প্রচারণাকালে অপর পক্ষের সাথে নির্বাচনী কথা কাটাকাটি হলে সংঘর্ষ হয়।

সংঘর্ষকালে চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার(৬৬) সহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। অন্য আহতরা হলেন এনায়েত আলী, আহমদ উল্লাহ, মো. ফোরকান, আবদুর রহিম, সেলিম, মো. হাসান, জাহেদ, আমান উল্লাহ, জসিম উদ্দিন।

আহত লিয়াকত আলী বাঁশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে শুক্রবার রাত সাড়ে এগারটার সময় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে গমন করেন।

মিনজীরিতলায় দুই পক্ষের কর্মীদের মাঝে হামলার ঘটনায় লিয়াকত আলী তালুকদারের পক্ষ সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের দায়ী করে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাদের সাথে উনার ঘটনা হয়েছে সেটার ব্যাপারে আমি অবগত নই। আমার কোনো কর্মী-সমর্থক এ ঘটনার সাথে জড়িত নয়।”

তিনি বলেন, “আমি শুনেছি লিয়াকত আলীর সাথে এক ব্যক্তির দেনা-পাওনা নিয়ে কথা কাটাকাটি নিয়ে এ ঘটনা হয়েছে। আমার লোকজন তাদের হামলা করেনি।”

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “দুই পক্ষের মধ্যে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধহালদায় আবারো ভেসে উঠল মৃত মা কাতলা মাছ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা