এই জীবনে কারো মনে দুঃখ দিতে নেই। পারলে জীবতকালে ন্যূনতম হলে ভালো কিছু করা প্রয়োজন। শিক্ষায় দীক্ষায়, অর্থ বিত্তে, নামে দামে সবকিছুতেই সম্পূর্ণ বহু মানুষ। তবুও বহু সময় নিজেও হতাশ, অন্যদেরও নানাভাবে রাখতে চান হতাশ। এমন মানুষগুলো নিজ পরিবারেও সুখি না, পরিচিতজনে কাউকেও সুখি দেখতে চায় না। এরা ভোগ বিলাসে দিশেহারা। কি করা উচিত এ জীবতকালে, আর কি করা অনুচিত সে বিবেক তারা হারিয়ে ফেলেছেন। তাদের মুখের কথা তীরের ফনাকে হার মানায়। কথার তোড়ে বুকের গহিনে করে রক্তাক্ত। তারা আবার স্বার্থেও বরাবর ঠিক। অনেকে তো সার্টিফিকেট শিক্ষিত হয়ে, ধনদৌলত ও খ্যাতির ভারে করেন সব বেহিসাবি কাজ। সার্টিফিকেট থাকলেও লিখতে পারে না এক কলম। চলতে পারে না সব মানুষের সাথে হৃদ্যতায়। মানুষ হতে হলে শিক্ষিত হতে হবে, উচ্চ পদপদবীর চেয়ারে বসতে হবে এমন কোনো কথা নেই। বিশ্বে কোটি কোটি মানুষের মধ্যে কতজন পদপদবী নিয়ে জীবনধারণ করেন! অন্যরা কি মানুষ না! আমি মনে করি, যাদের জীবনাচরণ সঠিক নয়, তারাই কনফিডেন্স নিয়ে চলতে শিখে না। তাদের এ পথ থেমে যাবে কোনো একদিন চলতে চলতে, অবশ্যই তা মাঝ পথে। আর কতদিন চলবে এসব মানুষের দান্তিকতা, দস্যুতা!
তাহলে আসুন, কোনকিছু নিয়ে অহংকার না করে মহৎ হই। নিজের প্রয়োজন বাদেও মানুষকে প্রকৃত ভালোবাসি।