তবে বলে, ‘এটা আল্লাহর নিকট থেকে’ আর তাদের নিকট যদি কোন ক্ষতি পৌঁছে তবে বলে, ‘এটা হুজুরের দিক থেকে এসেছে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:৭৮) সূরা নিসা।
হে মানবগণ! তোমরা আল্লাহর দরবারে তওবা কর, যেহেতু নিশ্চয় আমি তাঁহার দরবারে প্রত্যহ একশতবার তওবা করিয়া থাকি।
– আল–হাদিস (মোসলেম)।
মহৎ কাজে যাঁরা ব্রতী তাঁরা নিঃসন্দেহে আত্মত্যাগী।
– ফেডারিক ভন।