সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় শিপ ব্রেকিং ইয়ার্ডে দুই নিরাপত্তাকর্মী খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, বাদশা আলম, ফারুক মিয়া, মো. সেকান্দর ও আবুল কালাম আজাদ। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
এসময় চার আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. লোকমান হোসেন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত চার্জশিটভুক্ত চার আসামিকে এ কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে চারজনই ডাকাত দলের সদস্য ছিলেন। পুরো বিচার প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেছেন বিচারক। ২০০৮ সালের ২১ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকার দ্বীন মোহাম্মদ শিপ ব্রেকিং ইয়ার্ডে দুই নিরাপত্তাকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। ডাকাতি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে এ হামলা করা হয়। দুই নিরাপত্তাকর্মী হলেন মো. হারুন ও জাহেদুল আলম। একপর্যায়ে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থকে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকেই গ্রেপ্তার করে।
আদালত সূত্রে জানায়, ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর চার ডাকাতের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর ২০১০ সালের ৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় বিচারক।