লোহাগাড়ায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:১৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলা সদরের বটতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

অভিযানে মালাই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও হোটেল শাহী মজিদিয়াকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর অবস্থায় মিষ্টি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতোমাদের প্রধানমন্ত্রীর হাতে জাদু আছে?
পরবর্তী নিবন্ধচন্দনাইশে স্ত্রীকে হত্যায় ব্যবহৃত ছুরি পটিয়ায় উদ্ধার