বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী রক্তাক্ত

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে এক বখাটে যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার আশিয়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রী আকলিমা (১৭) উপজেলার আশিয়া উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার বিশেষ কোচিং শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল আকলিমা। ৩ সহপাঠীসহ বাড়ির কাছাকাছি আশিয়া প্রাইমারি স্কুলের সামনে আসলে একটি সিএনজি টেঙি তাদের পথ রোধ করে দাঁড়ায়। এসময় সিএনজি চালক ছাত্রীদের কাছে আকলিমা কে জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর সে আকলিমার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করে। সহপাঠী ছাত্রীরা জানায়, হামলার সময় টেঙি চালক মুখে মাস্ক ও চোখে কালো চশমা পরিহিত ছিল।

আহত ছাত্রীর মা হালিমা বেগম জানান, প্রায় ৬ মাস ধরে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল জানান, একমাস আগে বিদ্যালয়ের এক ছাত্র আকলিমাকে উত্যক্ত করার অভিযোগ পেয়েছিলাম। এ ব্যাপারে উক্ত ছাত্রের কাছ থেকে একটি মুচলেকাও নেয়া হয়। এখন ওই ছাত্র এ ঘটনা ঘটিয়েছে নাকি অন্য কেউ তা বুঝতে পারছি না।

ঘটনার ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ছুরিকাহত ছাত্রীর অভিভাবক এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিএনজি চালককে আটকের জন্য অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসেই বাসচালক ও হেলপার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রথম কন্টেনার বোঝাই জাহাজ পৌঁছেছে বন্দরে