রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল (বালক অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চিকদাইর ইউনিয়ন একাদশ ১-০ গোলে পূর্বগুজরা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হন বিজয়ী দলের মো. মারুফ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মো. নাঈম।
টুর্র্নামেন্ট সেরা নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়নে মো. বাদশা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন আমরা সবকিছুতে এগিয়ে আছি। রাউজানের ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে থাকতে হবে। ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দানে নিজেদের প্রস্তুত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দশী চাকমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, ভুপেশ বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আবদুর জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, বাবুল মিয়া, রোকন উদ্দিন. রবিন্দ্র লাল চৌধুরী,নিজাম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, সওকত হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, মুছা আলম খান, আবদুল লতিফ, যুবলীগের সুমন দে, তপন দে,আবু সালেক, জিল্লুর রহমান মাসুদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা।