চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর কাছ থেকে লিফটে উঠার সময় টাকা দাবির অভিযোগে মাঈন উদ্দিন নামে এক যুবককে পুলিশের হাতে সোর্পদ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল প্রশাসন। গতকাল রোববার সকালে হাসপাতালের ৫ নং লিফটের সামনে (জরুরি বিভাগের পার্শ্ববর্তী) থেকে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পরবর্তীতে মুচলেকা নিয়ে ওই যুবককে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।
হাসপাতাল প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিয়মিত লিফটম্যানের পরিবর্তে ওই সময় মাঈন উদ্দিন লিফটম্যানের কাজ করছিলেন। এক নারী রোগী লিফটে উঠতে গেলে তার কাছে ২০ টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে তাকে লিফটে উঠতে দেয়া হয়নি। এ ঘটনায় সেখানে কান্নাকাটি শুরু করেন ওই নারী।
মানুষজন জড়ো হয়ে ঘটনার বিষয়ে জানতে চান। ওই মহিলার অভিযোগ শুনে লোকজনই মাঈন উদ্দিনকে ঘিরে ধরেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, শুনেছি ওই লোক ওষুধের দোকানের দালাল হিসেবে কাজ করেন। হাসপাতালের কেউ না। নিয়মিত লিফটম্যানের পরিবর্তে সে সেখানে লিফট চালাচ্ছিল। লিফটে উঠতে রোগীর কাছ থেকে টাকা দাবি করে, এমন অভিযোগ এলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
মাঈন উদ্দিন নামের ওই যুবক নিয়মিত লিফটম্যানের পরিচিত ছিল জানিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, শেষে মুচলেকা নিয়ে মাঈন উদ্দিনকে ছেড়ে দেয়া হয়েছে।











