চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। গত বৃহস্পতিবার চসিকের ভারপ্রাপ্ত মেয়রের টাইগারপাস দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ ফিরোজ, সহ–সভাপতি শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল ওয়াদুদ, অর্থ সম্পাদক সালাউদ্দিন আহমদ, অধ্যাপক মাহমুদ নেওয়াজ, জাহের চৌধুরী প্রমুখ। পরে বিজিএমইএর সাবেক প্রথম সহ–সভাপতি মোহাম্মদ আবদুস সালামসহ ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।