চুয়েটে বিশ্ব পানি দিবসে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা

| শনিবার , ২১ মে, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানিসম্পদ প্রকৌশল বিভাগের আয়োজনে এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের সহযোগিতায় বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. আয়শা আখতার। অনুষ্ঠানে পানিসম্পদ রক্ষার্থে চুয়েটের সম্পৃক্ততা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। বক্তৃতা শেষে উপস্থিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে গত ১৭ মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মেকানিক্স অলিম্পিয়াড। এতে প্রথম স্থান অর্জন করেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. শাহ আলম সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আয়োজিত হয় ‘ঈযধষষবহমবং ধহফ গধহধমবসবহঃ ড়ভ ডধঃবৎ জবংড়ঁৎপবং: জড়ষব ড়ভ ডধঃবৎ জবংড়ঁৎপবং ঊহমরহববৎং ড়ভ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনার। সেমিনারে বক্তব্য রাখেন বুয়েটের অধ্যপক ড. মো. আতাউর রহমান। সমাপনী দিনে আয়োজিত হয় ‘চড়ংঃবৎ চৎবংবহঃধঃরড়হ ঈড়সঢ়বঃরঃরড়হ’। এতে প্রথম স্থান অর্জন করেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী তাজরীন তাবাসসুম এবং জুহায়ের মাহতাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে শিল্পপতি আবদুস সালামের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপথ শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ