আলিয়ঁস ফ্রঁসেজ চিটাগাংয়ের উদ্যোগে গতকাল বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কয়্যার গানের আসর বসে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর কয়্যার গ্রুপ এদিন সঙ্গীত পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ড. সেলভাম থোরেজ এবং সাথে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান পিয়ানো বাদক নাদিন কাস্ত্রো। গত ১৪ মে থেকে ধারাবাহিকভাবে চলছে আয়োজনটি। গত ১৬ মে ইউএসটিসিতে এবং ১৭ মে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২০ মে ঢাকায় ফ্রান্সের দূতাবাসে, ২৫ মে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে, ২৭ মে কঙবাজারের সায়েমান বিচ রিসোর্টে এবং আগামী ৪ জুন মেরিন ফিশারিজ একাডেমিতে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ফ্রান্সের দূতাবাস সার্বিক তত্ত্বাবধানে এবং বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া গতকাল থিয়েটার ইনস্টিটিউটে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২২–২৩ সালের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পর্ষদে শামসুদ্দিন খানকে সভাপতি, অসীম কুমার নন্দীকে কোষাধ্যক্ষ, সাবেক সভাপতি আদিল হোসাইনকে সদস্য, গুরুপদ চক্রবর্ত্তীকে সম্পাদক এবং সুলতানা নিজাম, দিলরুবা আহমেদ, মাহিন খান, জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ারুল হক চৌধুরী ও আনিসুজ্জামান চৌধুরী রনিকে সদস্য মনোনিত করা হয়। পর্ষদে যথারীতি পরিচালক হিসেবে আছেন ড. সেলভাম থোরেজ।