পশুদের ডাকাডাকি

মোঃ রাজিব হুমায়ুন | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

 

 

হাম্বা হাম্বা ডাকে গরু

মিঞ মিঞ বিড়াল,

হুক্কা হুয়া ডাকে শুনো

পণ্ডিত মশাই শিয়াল।

ছাগল, ভেড়া, মহিষ ডাকে

বাড়ির আশেপাশে,

জিরাফ ছানার মধুর ডাকে

জেব্রা, হরিণ হাসে।

হাতি, ঘোড়া, বানর ডাকে

বনে সারাবেলা,

কুকুর ছানা মায়ের কাছে

ডেকে করে খেলা।

সিংহ রাজা গর্জনে ওই

বনবনানী কাঁপায়,

হালুম হালুম বাঘের ডাকে

বনের পশু হাঁপায়!

পূর্ববর্তী নিবন্ধপ্রভাতের রবি
পরবর্তী নিবন্ধঅংক