খুব কাছের মানুষটা যখন
কাছে থেকেও হাতটা ছেড়ে দেয়
তখন হৃদয়ে হয় রক্তক্ষরণ।
খুব কাছের মানুষটা যখন
অবহেলা অপমান আর তিরস্কার করে
বেঁচে থাকা দেহে হয় প্রাণের মরণ।
খুব কাছের মানুষটা যখন
মেতে ওঠে হৃদয় ভাঙ্গার তান্ডব
প্রতিহিংসার খেলায়।
নিজেকে বড্ড অপ্রয়োজনীয় মনে হয়
বেঁচে থাকার কোন অর্থ থাকে না
দিন অতিক্রম হয় তীব্র অবহেলায়।
খুব কাছের মানুষটা যখন
খুঁচিয়ে খুঁচিয়ে হৃদয় কে করে
অযাচিত ভাবে ক্ষত বিক্ষত।
জীবনের সংজ্ঞা বদলে যায়
রঙ্গীন বোনা স্বপ্নগুলো
নির্লিপ্ততায় ফিকে হয়ে যায় অবিরত।
খুব কাছের মানুষটা যখন
অপবাদের শব্দ বুনটে
ছুড়ে দেয় তীক্ষ্ণ তপ্ত বাক্য
সম্পর্কের বুনোট ভিত্তি ছিলো না দৃঢ়
সব কিছু ছিলো মরীচিকা আর
স্মৃতিগুলো দেয় তার সাক্ষ্য।