কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন নিখোঁজ রয়েছেন। নৌবাহিনীর ডুবুরী দল এবং কাপ্তাই দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
জানা যায়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টার সময় কাপ্তাই উপজেলার সীতাবঘাট নামক স্থানে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে আগত ৬ জন পর্যটক গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তারা সবাই সাঁতরে নদীর মাঝে চলে যায়। সেখান থেকে ৪ জন তীরে চলে আসতে পারলেও ২ জন পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রাও নদীতে তাদের সন্ধানে নেমে পড়েন। এরই মধ্যে খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরী দল ও দমকল বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন।
কাপ্তাই দমকল বাহিনীর স্টেশন অফিসার নুরুল করিম জানান, বিকেল ৫টার সময় লোকেস বৈদ্য (১৯) নামক এক জন পর্যটকের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ অপর পর্যটকের নাম অপূর্ব সাহা (১৮)।
এদিকে নৌবাহিনীর ডুবুরী দল এবং কাপ্তাই দমকল বাহিনী জানায় নিখোঁজ পর্যটক অপূর্ব সাহার লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।