নগরীর আসকার দীঘির পাড় এলাকায় এক নারীকে কাঁচের টুকরো দিয়ে আঘাত করা হয়েছে এমন অভিযোগে মো. রিপন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রেয়াজুদ্দিন বাজার এলাকার কাঁচা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ (গতকাল) বুধবার সকাল আটটায় আসকার দিঘীর উত্তর পাড়ের সড়ক দিয়ে অভিযোগকারী নারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে এসে কাঁচের টুকরো দিয়ে তার উপর হামলা করে রিপন। পরে ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বুকের এক পাশে আঘাত পেয়েছেন। ওসি বলেন, হামলার পর ওই নারী অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় রিপনকে শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে, ওই যুবক একজন ভবঘুরে ও মাদকাসক্ত।