আন্দরকিল্লা ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

নগরীর ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে মানবিক সংগঠন হাসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মুন্নার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১ মে নগরীর লালদীঘি পাড়স্থ পাবলিক লাইব্রেরি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতির এক্সিকিউটিভ কমিটির লাইব্রেরি সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি মো. মহিউদ্দিন, নির্বাহী সদস্য মো. আরিফ হোসেন, ফরহাদ জোসী, আবদুন নুর আইয়ুব, মো. তৌহিদ, মো. লিটন, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, সঞ্জীব বিশ্বাস সাজু, উৎপল দাশ, সুমন রায় চৌধুরী, বলরাম চক্রবর্তী, নিপু শর্মা, তাপস দে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নিশাত চৌধুরী, প্রিয়ম দে, অয়ন দাশ, অভি চক্রবর্ত্তী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, হাসি সংগঠন একটি মানবকল্যাণ মূলক সংগঠন। মানবিক কাজে নিজেকে উৎসর্গ করলেই প্রকৃত ত্যাগের মহিমায় মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকা যায়। দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার সিন্ডিকেট মজুদদারদের হয়ে কাজ করছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভা