সরকার সিন্ডিকেট মজুদদারদের হয়ে কাজ করছে

সিপিবির সমাবেশে বক্তারা

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

ভোজ্যতেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট-মজুদদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার সিনেমা প্যালেস চত্বরে সিপিবি, চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে ও রবিউল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, দিলীপ নাথ, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, জামাল উদ্দিন, প্রীতম দাশ, ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঈদের পরপরই ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রমাণ করে সরকার সিন্ডিকেট-মজুদারদের হয়ে কাজ করছে।

ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ সংকটে আছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই ক্রয়ক্ষমতাও তার নাগালের বাইরে চলে গেছে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় মানুষ নৈমিত্তিক জীবন যাপন করতে হিমশিম খাচ্ছে।
সরকারের সে বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরৈকোড়া ইউনিয়নে ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লা ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ