রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাইর গ্রামের মাইজপাড়ায় জাফর আলম (৬০) নামের এক ব্যক্তি নিজ পুত্রকে জবাই করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত পুত্রের নাম মো. রাশেদ (৩০)। তাকে হাসপাতালে ভর্তি করে গলায় সেলাই দেয়া হয়েছে। তিনি এখন আশঙ্ক্ষামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদকে মারতে করতে শুরু করে ক্ষিপ্ত পিতা জাফর। এক পর্যায়ে রাশেদ ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে জাফর ছুরি হাতে ধাওয়া করে। রাশেদ হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে জাফর তাকে চেপে ধরে গলায় ছুরি চালানোর চেষ্টা করে। রাশেদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে জাফরের কাছ থেকে ছুরি কেড়ে নেয়।
পরে ছুরির আঘাতে আহত রাশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এলাকার লোকজন জানায়, স্থানীয়ভাবে জাফর বদমেজাজি লোক হিসেবে পরিচিত। কথায় কথায় মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল বলেন, জাফর বাজারে একটি দোকান করেন। তিনি জাফর সওদাগর নামে পরিচিত। ঘটনার পর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়া হলে পুলিশ এসে তাকে আটক করে। আহত রাশেদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে গলায় পাঁচ সেলাই দিয়ে বাড়িতে বিশ্রামে পাঠিয়েছে।