৩৮ নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

| শনিবার , ৭ মে, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী সম্প্রতি বিতরণ করা হয়েছে। নগরীর মাইলের মাথা সংলগ্ন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বাসভবনে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মুরাদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, হাজী মোহাম্মদ হাসান, এস এম আবু তাহের, কামাল উদ্দিন মেম্বার, সাখাওয়াত চৌধুরী ইরফানসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচালক ও নিরাপত্তা প্রহরীদের মাঝে রেড ক্রিসেন্টের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রকৃত গুণীদের কদর করতে জানে সরকার : ইঞ্জিনিয়ার মোশাররফ