সীতাকুণ্ডে সাংবাদিকের বসতঘরে হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ এলাকার মৃত আবুল মুনসুর চৌকিদারের পুত্র মো. হাসেম প্রকাশ আবুল হাসেম (২৮), একই এলাকার নুর সোলেমানের পুত্র মো. আকবর (৩৩) ও মো. রাকিব (২৪)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার হওয়া তিনজনকে থানায় আনা হচ্ছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাং এর অন্য সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ দেখে নাম–পরিচয় চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল এলাকায় সাংবাদিক সবুজ শর্মার বাড়িতে মো. হাসেম ও আকবরের নের্তৃত্বে ১৫/২২ জন সন্ত্রাসী প্রবেশ করেন। এ সময় দেশিয় অস্ত্রসহ বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সাংবাদিকের বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার উপরও হামলা চালানো হয়। সন্ত্রাসীরা সবুজের ভাই শ্যামল শর্মাকে প্রকাশ্য পেট্টোল ঢেলে পুঁড়িয়ে মারার হুমকি প্রদান করেন। এ ঘটনায় শুক্রবার রাতে সাংবাদিক সবুজ শর্মার মেজভাই শ্যামল শর্মা বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।