করোনা মেডিসিন ব্যাংকের ২ টাকার ইফতার বিতরণ কর্মসূচির ২৪তম দিনে সীতাকুণ্ড বাজারের অসহায়, দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের উপস্থিতিতে করোনা মেডিসিন ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সীতাকুণ্ড মডেল থানার সামনে ২ টাকার ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন করোনা মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিন। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এ কর্মসূচি সারা মাসব্যাপী চলমান আছে। মাসব্যাপী এ কর্মসূচি চলমান রাখায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন করোনা মেডিসিন ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।