সাইফুদ্দিন কাদের চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

 

আজ বিশিষ্ট শিক্ষানুরাগী, কিউসি শিপিং, কিউসি ট্রেডিং, কিউসি লজিস্টিকস, মাল্টিপোর্ট লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন কাদের চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে রাউজানের গহিরাস্থ বাড়িতে সকালে মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ১৯৫১ সালের ১১ নভেম্বর তদানীন্তন পাকিস্তানের স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি মরহুম ফজলুল কাদের চৌধুরীর ও মরহুমা সেলিমা কাদের চৌধুরীর পুত্র। ২০১৫ সালের ২৯ এপ্রিল তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান পরিচালনা ছাড়াও রাঙ্গুনিয়া সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ, হাটহাজারী ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রাউজান সমসের নগর ফাতেমা জব্বার চৌধুরী হাই স্কুল, রাউজান হিঙ্গলা মুছা শাহফজুলল কাদের হাই স্কুল, রাউজান বিনাজুরী সেলিমা কাদের মেমোরিয়াল প্রাইমারী স্কুল, রাউজান গহিরায় সেলিমা কাদের মাতৃসদন, রাঙ্গুনিয়া বগাবিলি কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, নারিশ্চা কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারার চাতরিতে ফজলুল কাদের চৌধুরী প্রাইমারী স্কুলসহ রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বহুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধমানবিক সেবা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে হবে