কখনো সময় আসে

বিবেকানন্দ বিশ্বাস | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

কখনো সময় আসে

লাজঅপমান ত্রাসে

এ জীবন তেতো লাগে।

এসময়ে মনে হয়

জীবনটা দুঃখময়,

মরবার সাধ জাগে।

কখনো সময় আসে,

এই মন শুধু হাসে,

জীবন মধুর লাগে।

এসময়ে মনে হয়

এ জীবন সুখময়,

বাঁচবার সাধ জাগে।

কখনো সময় আসে

নিতান্ত অনায়াসে

সাফল্য দেয় ধরা।

এ সময়ে মনে হয়

জীবন বর্ণময়,

সুখশান্তিতে ভরা।

কখনো সময় আসে

ঘুরে মরে আশপাশে

সুখের পায়রা শত।

এসময়ে মনে হয়

জীবন ছন্দময়,

ঠিক কবিতার মত।

পূর্ববর্তী নিবন্ধঈদের হাসি যেন বিষাদে পরিণত না হয়
পরবর্তী নিবন্ধফিরে এলো আমাদের ঈদ আনন্দ