ঈদের হাসি যেন বিষাদে পরিণত না হয়

চৌধুরী আহছান খুররম | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

সকলকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা ভাবনা শেয়ার করতে চাই। প্রথম কথা সামান্য ভুলের জন্য ঈদের হাসি যেন বিষাদে পরিণত না হয়। ক্রমেই শহর ফাঁকা হয়ে সরব হচ্ছে গ্রাম। শেকড়ের টানে ছুটে যাওয়ার আগে দেখে নিন আপনার গ্যাসের চুলা পানির কল বন্ধ আছে কিনা। প্রয়োজন হলে বিদ্যুতের মেইন স্যুইচ বন্ধ করে ঠিক মতো তালা লাগান। মূল্যবান কিছু নিকটজনের কাছে রেখে যাওয়া বাঞ্ছনীয়। প্রতিবেশিকে খোঁজ রাখার জন্য বলুন। ফোনে নিজেও খোঁজ রাখার জন্য প্রস্তুত থাকুন। দীর্ঘদিন ঘর তালাবদ্ধ রাখা উচিত হবে না। জলস্থল পথে যাওয়ার প্রাক্কালে ওরস্যালাইনসহ সাথে রাখুন প্রাথমিক চিকিৎসার ঔষধপত্র। প্রাণে বাঁচতে পানিতে ভেসে থাকার কোনো বস্তু। অজ্ঞান পার্টি, ধোঁকাবাজ, ঝাপটাবাজ থেকে সতর্ক খাকুন, অপরকে সচেতন করুন। হুড়োহুড়ি না করে প্রয়োজনে ঈদের দিন বাড়ি পৌঁছান। মনে রাখতে হবে বেঁচে ফিরলে পরবর্তী ঈদেও অংশ নিতে পারবেন। ইতোপূর্বে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো মনকে পীড়া দেয়। তাই পুকুর খাল নদী সরোবর থেকে সন্তানদেরকে দূরে রাখুন। হঠাৎ জল পেয়ে শিশুরা আত্মহারা হয় বলেই ঘটে বিপত্তি। জিয়ে খাকা পুরনো শত্রুতা হাসিলে দুষ্টু লোকেরা সুযোগ খোঁজে সে ব্যাপারে নিজেসহ পরিবারকে সাবধান করুন। সর্বোপরি, আপনার ভুলের দরুন ঘটে যাওয়া ঘটনায় আপনার বিষাদে যেন অন্যের খুশিকে ম্লান না করে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঈদানন্দে মাতুন। আপনার সুখ আপনার শান্তি সমাজ তথা দেশের শান্তি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান
পরবর্তী নিবন্ধকখনো সময় আসে